15 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » মারিউপোল থেকে ইউক্রেনের আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হলো

মারিউপোল থেকে ইউক্রেনের আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হলো


বিএনএ, বিশ্বডেস্ক : দুই মাসের বেশি সময় ধরে মারিউপোলের একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ থাকা দুই শতাধিক ইউক্রেনীয় সৈন্যকে উদ্ধার করা হয়েছে। খবরটি ইউক্রেন নিশ্চিত করছে।

উপ প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেছেন, এদের মধ্যে ৫৩ জন মারাত্মকভাবে আহত সৈন্যদের নোভোয়াজোভস্ক শহরে নেয়া হয়েছে।

এই শহরটা রাশিয়াপন্থী সৈন্যদের দ্বারা নিয়ন্ত্রিত।

তিনি বলেছেন, আরো ২১১ জনকে মানবিক করিডোর ব্যবহার করে ওলেনিভকা শহরে পাঠানো হয়েছে, যেটাও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা।

এর আগে রাশিয়া বলেছিল, আহত এই সৈন্যদের উদ্ধারের জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছে।মিজ মালিয়ার বলেছেন, রাশিয়ার যেসব সৈন্যদের বন্দী করা হয়েছে তাদের সঙ্গে এই সৈন্যদের বিনিময় করা হবে।

অর্থাৎ ইউক্রেন এই আহত সৈন্যদের ফিরে পাবে যখন তারা তাদের কাছে আটক রাশিয়ার সৈন্যদের ছেড়ে দেবে।

এদিকে মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তার এক ভিডিও বার্তায় বলেছেন, ইউক্রেনের সৈন্য, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী এবং তাদের সঙ্গে রেড ক্রস ও জাতিসংঘ এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন ” ইউক্রেনের এই সব নায়কদের জীবিত অবস্থায় প্রয়োজন”।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ