স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ)। মঙ্গলবার(১৭ মার্চ) রাতে চট্টগ্রাম বন্দরের ১ নং জেটি সংলগ্ন পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে কেক কেটে, ফানুস উড়িয়ে, আতশবাজির আলোর মেলায়, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় মহানায়কের জন্মশতবার্ষিকী।
প্রথমেই খোলা ছাদে উড়ানো হয় ফানুস। এর পর নানা রঙ্গের ছিটায় আকাশ আলোকিত হয়ে যায় আতশবাজিতে। এ যেন অন্যরকম দৃশ্য, আলোর মেলা-আলোর খেলা। আতশবাজির সময় বিকট শব্দ করে মাথার ওপর আলো ছড়িয়ে পড়ে। দর্শনার্থীরা সে আলোকছটা উপভোগ করেন। পরে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা পর্ব শেষে শুরু হয় আলোচনা অনুষ্ঠান।
বিএনএ-র হেড অব নিউজ ইয়াসীন হীরার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ নিউজ এজেন্সি- বিএনএর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদুল আলম, সিইউজের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পোর্টল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম বিজন, চট্টগ্রাম বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।
ছবি: নুরুল ইসলাম বিজন
ছবি: মোহাম্মদ আলী
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দৈনিক পূর্বকোণ পত্রিকার এসএম ইফতেখার উদ্দিন।
বিএনএর সম্পাদক মিজানুর রহমান মজুমদার তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানটি কর্ণফুলীর পাড়ে বড় জায়গাজুড়ে বিশালভাবে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে তা ঘরোয়াভাবে আয়োজন করতে হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছিন্ন। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাও করা যায় না।
দেশের সঠিক ইতিহাস জানা প্রত্যেক নাগরিকের অপরিহার্য দায়িত্ব উল্লেখ করে বিএনএ সম্পাদক বলেন, দেশ গঠনে বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগ ও অবদানের প্রতি জাতি চিরকাল কৃতজ্ঞতা প্রকাশ করবে।
ছবি: ম. শামসুল ইসলাম
ছবি: নাজিমুদ্দিীন শ্যামল
বক্তারা তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবনী পড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। সাংষ্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।
বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।