17 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

খাগড়াছড়িতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

হিটস্ট্রোকে পেপার বিক্রেতার মৃত্যু

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় হিট স্ট্রোকে একজনের জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৫ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার তবলছড়ি বাজারে এ ঘটনা ঘ‌টে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

তার বাড়ি চাঁদপুর জেলার হা‌জিগঞ্জ উপ‌জেলার পূর্ব রাজারগাঁও গ্রা‌মের মৃত ক‌রিম ব‌্যাপ‌া‌রির ছে‌লে বলে জানা যায়।

 সূত্রে জানা যায়, চান মিয়া দীর্ঘ ৭/৮ বছর থেকে তবলছড়ি বাজারে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত। সে একজন প্রবাসী। গ্রী‌ষ্মের শুরু‌তে তাপমাত্রার প্রখরতায় আকম্মিক হিট স্ট্রোক ক‌রে মৃত্যুবরণ করেন তিনি।

যামিনীপাড়া জোন কমান্ডার (২৩‌বি‌জি‌বি ) লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের নির্দেশনা অনুযায়ী জোন এনসিও‘র নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গি‌য়ে জোন এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তার মরদেহ বাড়িতে পাঠানো হয়।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ