22 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দুবাইতে অ্যাপার্টমেন্ট ভবনে আগুনে নিহত ১৬

দুবাইতে অ্যাপার্টমেন্ট ভবনে আগুনে নিহত ১৬


বিএনএ, বিশ্বডেস্ক : দুবাইতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুনে ১৬ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছে। দুবাইর সবচেয়ে পুরোনো একটি এলাকা আল-রাসে একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই আগুন লাগে। বহু অভিবাসী শ্রমিক এবং দোকানদার এই ভবনে থাকেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে।

দুবাইর সিভিল ডিফেন্স জানিয়েছে, ভবনের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার কারণেই সেখানে আগুন লেগেছে।

শনিবার আগুন লাগার পর দমকল কর্মীরা দুপুরে সেখানে পৌঁছান। দুবাইর স্বর্ণ এবং মশলার বাজারের কাছেই আল-রাস এলাকাটি। পর্যটকদের কাছে এই এলাকাটি বেশ জনপ্রিয়।

দুবাই সিভিল ডিফেন্স বলেছে, “দুর্ঘটনা এড়ানো এবং মানুষের জীবন রক্ষায় আবাসিক এবং বাণিজ্যিক ভবনগুলোর মালিক এবং বাসিন্দারা যেন নিরাপত্তার নিয়মকানুন মেনে চলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ।”

নিহতদের মধ্যে চারজন ভারতীয় এবং তিন জন পাকিস্তানি নাগরিক রয়েছে।

সালিঙ্গা গুডু নামের একজন দ্য ন্যাশনাল পত্রিকাকে জানিয়েছেন, ভারতের তামিলনাডু থেকে আসা তার ভাই গুডু সালিয়াকুন্ডু নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। এই ভবনটির বাসিন্দাদের বাঁচাতে গিয়ে তিনি মারা গেছেন।

“আমি খুবই ভয় পেয়েছিলাম, কারণ এই ভবনেই আমার ভাই কাজ করতেন। তিনি লোকজনকে সাহায্য করতে উপরে ওঠেন, কিন্তু সেখান থেকে আর নীচে ফিরে আসেননি”, বলছিলেন তিনি।

এই ঘটনার ব্যাপারে তদন্তে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার তার করা হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ