বিএনএ বিনোদন ডেস্ক: হলিউডে চড়-কাণ্ডের রেশ না কাটতেই বলিউডে চড়ের খবর এলো। তবে চড় দেওয়া হয়নি। হুমকি দেওয়া হয়েছিল। ঘটনাটি অনেক আগের হলেও সামনে এসেছে নতুন করে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউড লাস্যময়ী প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এই গ্ল্যামারকন্যার গ্ল্যামারের মতো বদনামেরও অভাব নেই। পরকীয়া, গোপন সম্পর্ক— দুটোতেই নাকি সিদ্ধহস্ত তিনি। বলিউডের অনেকেই ফেঁসেছেন তার প্রেমের ফাঁদে। বাদ যাননি শাহরুখ খান, অক্ষয় কুমাররাও।
এর জের ধরে হুমকি এসেছিল অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নার তরফ থেকে। প্রিয়াঙ্কা-অক্ষয় জুটি একসময় বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। তাদের মধ্যে পরকীয়ার শুরুটাও হয়েছিল তখন। কাজের সূত্রে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ছিল তাদের।
তবে খবরটি গোপন থাকেনি। মুহূর্তেই চাউর হয়েছিল তাদের গোপন প্রেমের কথা। টুইঙ্কেলের কানে যেতেও সময় নেয়নি বেশি। ঘনিষ্ঠজনদের নিকট থেকে পেয়েছিলেন ঘর ভাঙার আভাস।
তাতেই নড়েচড়ে বসেন রাজেশ তনয়া। সেসময় সংসার বাঁচাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন টুইঙ্কেল। সবার সামনে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কাকে একবার হাতের কাছে পেলে টেনে মেরে দেবেন এক চড়। ছাড় দেননি অক্ষয়কেও। ঘরে স্ত্রী রেখে পরনারীর সঙ্গে লীলা করায় তাকেও শাসিয়েছিলেন।
এতে কাজ হয়েছিল। টুইঙ্কেলের সেই রুদ্রমূর্তি দেখে সুবোধ বালক-বালিকার মতো সম্পর্ক থেকে সরে এসেছিলেন অক্ষয়-প্রিয়াঙ্কা। সেসব এখন অতীত। প্রিয়াঙ্কা এখন ঘর বেঁধেছেন হাঁটুর বয়সী নিকের সঙ্গে। অক্ষয়-টুইঙ্কেলেরও সোনার সংসার। তবে প্রিয়াঙ্কা-অক্ষয় হয়ত এখনও ভোলেননি টুইঙ্কেলের হুমকির কথা। সেকারণেই সম্ভবত কখনও পর্দা ভাগ করতে দেখা যায়নি তাদের।
বিএনএনিউজ২৪/এমএইচ