বিএনএ, বিশ্ব ডেস্ক : মিয়ানমারে সামরিক সরকারবিরোধীরা জাতীয় ঐক্যের সরকার গঠন করেছে।শুক্রবার (১৬ এপ্রিল) পার্লামেন্ট সদস্য, জান্তাবিরোধী বিক্ষোভের নেতা ও সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা মিলে এই সরকার গঠন করে।
জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র এক ভিডিও বার্তায় জানান, মিয়ানমারে সামরিক শাসনের অবসান ও গণতন্ত্র ফিরিয়ে আনা তাদের একমাত্র লক্ষ্য। নতুন সরকার গঠন নিয়ে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি জান্তা সরকার।
এদিকে, সরকার গঠনের পরও এদিন সামরিক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে।
বিএনএনিউজ/জেবি