22 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে জখম

পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে জখম


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে ছেলে।শুক্রবার ( ১৬ এপ্রিল) রাত ৮টায় উপজেলার নতুনপাড়া ৮নম্বর ওয়ার্ডের মৌলভী আকমলের বাড়িতে এঘটনা ঘটে।

বৃদ্ধ মুহাম্মদ কামাল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে তিনি সেখানে থাকেন।

কামালের নাতি জয়নাল আবেদিন জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলে মো. শফিউলের সঙ্গে দীর্ঘদিন যাবত সমস্যা হচ্ছে দাদার সঙ্গে। গত বছর ঈদের সময় একবার দাদাকে মারধর করা হয়েছিল। তখন সামাজিকভাবে মো. শফিউলের বিচার হয়েছিল। আজ ইফতারে সময় দাদার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দাদাকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, দা দিয়ে কোপানো একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ