14 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়া নারী দল ঢাকায়

অস্ট্রেলিয়া নারী দল ঢাকায়

অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে শনিবার (১৬ মার্চ) রাতে ঢাকা এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী দলের বিপক্ষে ২১ মার্চ থেকে ৫ এপ্রিল হবে সিরিজ দুটি। ওয়ানডে এবং টি২০ সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২১ থেকে ২৭ মার্চ হবে ওয়ানডে সিরিজ। ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ এটি।

২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থাকতে হবে বাংলাদেশকে। কারণ স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপ। ১০ দলের চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিচের চার দল আর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দু’দল খেলবে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট।

বাংলাদেশ পাঁচটি সিরিজ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম। বাংলাদেশ এই সিরিজটি জিততে পারলে সেরা পাঁচে উন্নীত হওয়ার সুযোগ থাকবে।

এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওয়ানডে দলে নেই শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন। তারা তিনজনই বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২১ মার্চ থেকে। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০টায়। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ