25 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খেলনা গাড়ির আড়ালে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা

খেলনা গাড়ির আড়ালে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা

স্বর্ণের বার- ফাইল ছবি

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেদ্দা থেকে একটি ফ্লাইটযোগে  ( বিজি ৪১৩৬) আসা ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যানিংয়ের পর স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মুড়িয়ে আনা হয় এসব স্বর্ণের বার।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. সালাউদ্দিন রেজভী বলেন, ওই যাত্রীর ব্যাগেজে খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো স্কচটেপ দিয়ে সুকৌশলে পেঁচানো ১০টি স্বর্ণের বার পাওয়া গেছে। স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ