বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ওয়াল ফ্যানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ডে থাকা রোগীদের মধ্যে আতঙ্কের ছড়িয়ে পড়ে। তবে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার(১৬ মার্চ) রাত ১০টার দিকে বার্ণ ইউনিটের দ্বিতীয় তলায় শিশু করোনা ইউনিটে এ ঘটনাটি ঘটে।
বার্ণ ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. বাবুল মিয়া জানান, ওয়ার্ডটি শিশু করোনা ইউনিট হিসেবে পরিচালিত হয়ে আসছে। সেই ইউনিটে আটজন শিশু ভর্তি ছিল। রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওয়াল ফ্যানের কয়েলে আগুনের সৃষ্টি হয়। এতে ধোঁয়া ওয়ার্ডে ভেতরে ছড়িয়ে পড়ে। শিশু রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পরে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিক ভাবে ওয়ার্ডে থাকা স্টাফরা আগুন নিভিয়ে ফেলে এবং রোগীদের নিরাপদে পাশের ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।