25 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ৪ জেলার এসপি প্রত্যাহার

৪ জেলার এসপি প্রত্যাহার

৪ জেলার এসপি প্রত্যাহার

বিএনএ, ঢাকা: যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো পৃথক নির্দেশনায় তাদের প্রত্যাহার করা হয়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর জানান, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ