32 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » তিন ফিলিস্তিনি পুলিশকে হত্যা করল ইসরায়েল

তিন ফিলিস্তিনি পুলিশকে হত্যা করল ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধবিরতি বজায় থাকা অবস্থায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ড্রোন হামলা চালিয়ে তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হামাস এ ঘটনাকে যুদ্ধবিরতির চুক্তির ‘মারাত্মক লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত পুলিশ কর্মকর্তারা কারেম আবু সালেম ক্রসিং অতিক্রমকারী ত্রাণবাহী ট্রাকগুলোকে নিরাপত্তা দিয়ে রাফাহ শহরে আসার ব্যবস্থা করে দিচ্ছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় দখলদার সেনারা তাদের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করে। হামলায় দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন এবং অপরজনকে হাসপাতালে নেয়ার পর প্রাণত্যাগ করেন।

এ সম্পর্কে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজ বিশেষ করে গাজা যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর উচিত তেল আবিবকে ওই চুক্তি মেনে চলতে বাধ্য করা। যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় মেয়াদের জন্য যে আলোচনা চলছে তাতে ইসরাইলি প্রতিনিধিদলের সদিচ্ছার অভাব রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এ ঘটনা প্রমাণ করে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির ব্যাপারে ইসরাইলের আন্তরিকতার অভাব রয়েছে।

গাজা যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ ৪২ দিন। এই মেয়াদে প্রতি শনিবার তিন জন করে ইসরায়েলি পণবন্দির মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে তেল আবিব। ছয় সপ্তাহে ৩৩ ইসরায়েলি পণবন্দির বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ