30 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - মে ১১, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আনোয়ারায় প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আনোয়ারায় গোয়াল ঘর থেকে সাড়ে ৫ লাখ টাকার গরু চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় দেবর এবং ননদকে কে আসামী করে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন নিহতদের মামা মোঃ হারুন।

সোমবার (১৭) ফেব্রুয়ারী দিবাগত রাতে বটতলী ইউনিয়নের পশ্চিম বরেয়া এলাকায় এই রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ তাহমিনা আকতার মুন্নি (৩০) স্থানীয় সোদি প্রবাসী মোঃ আরিফের স্ত্রী বলে জানা যায়। সে রায়পুর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড তেলিপাড়া গ্রামের মৃত কামাল উদ্দীনের মেয়ে।

মামলার বাদী নিহত গৃহবধুর মামা মোঃ হারুন জানান,দিবাগত রাত আড়াইটার দিকে ফোনে পরিবারের সাথে তার সাথে কথা হয়।এর ঠিক রাত চারটার দিকে খবর আসে যে সে নাকি বাথরুমে আত্মহত্যা করেছে।পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তাহমিনাকে খাটের উপর লাশ হিসেবে দেখতে পাই।পরে থানায় খবর দিয়ে লাশ উদ্ধার করে থানায় এনে এজহার দায়ের করি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান,গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গৃহবধূর মামা বাদী হয়ে একটি এজহার দায়ের করেন । ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ