25 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তসলিম আহমেদ জানান, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ