বিএনএ, ফেনী: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শতবর্ষী ফেনী সরকারি কলেজ এর অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন। বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন এর আগে ফেনী সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন ১৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে লক্ষীপুর সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি সোনাগাজী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, নবীনগর সরকারি কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেন।
অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন সর্বশেষ নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জন্মগ্রহণ করলেও দীর্ঘ ২৩ বছর যাবত ফেনীতেই পরিবার নিয়ে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী সাহিদা আক্তার ফুলগাজী মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি