25 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৬০ ঘন্টা পর শেষ হলো বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে তল্লাশি

৬০ ঘন্টা পর শেষ হলো বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে তল্লাশি


বিএনএ, বিশ্বডেস্ক : টানা ৬০ ঘন্টা পর বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অফিসে কর কর্মকর্তাদের তল্লাশি শেষ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আয়কর বিভাগ এ অভিযান শুরু করে। ৬০ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে তা শেষ হয়।

মঙ্গলবার বেলা ১১টায় আয়কর বিভাগ এ অভিযান শুরু করে। ৬০ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে তা শেষ হয়।

আয়কর বিভাগের লোকজন বের হয়ে যাওয়ার পর একটি লম্বা টুইট করা হয় বিবিসি-র তরফে। সেখানে লেখা হয়েছে, ‘‘আয়কর বিভাগের কর্মকর্তারা দিল্লি এবং মুম্বইয়ের অফিস থেকে বেরিয়ে গিয়েছেন। আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা করে যাব। আশা করছি দ্রুত এর নিষ্পত্তি হয়ে যাবে।’’

টুইটে আরও লেখা হয়েছে, ‘‘আমাদের কর্মী যাঁরা এত ক্ষণ অফিসে রয়েছেন বা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাঁদের খেয়াল রাখা আমাদের অগ্রাধিকারে রয়েছে। পরিসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমরা ভারত এবং ভারতের বাইরের দর্শক-শ্রোতাদের খবর পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সেখানে আরও লেখা রয়েছে, ‘‘বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন সংবাদমাধ্যম। আমরা আমাদের সহকর্মী এবং সাংবাদিকদের পাশে আছি, যাঁরা ভয় এবং পক্ষপাত ছাড়াই খবর পরিবেশন করেন।’’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি একটি ডকুমেন্টারি প্রচারের কয়েক সপ্তাহ পর এই তল্লাশি শুরু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ