বিএনএ বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ-নিপুনের লড়াই এখন আদালতে। এর মধ্যে আদালত অবমাননার অভিযোগ এনে নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছে জায়েদ খান।
সংবাদ সম্মেলন করে নিপুণ দাবি করেন, আদালতের নির্দেশ মতে তিনিই সমিতির সাধারণ সম্পাদক রয়ে গিয়েছেন এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাবেন।
এদিকে জায়েদ খান দাবি করেন, বিষয়টি সঠিক নয় । আর এর পরিপ্রেক্ষিত বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এই চিত্রনায়ক তার আইনজীবী মো. আব্দুল কাইয়ুমের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। তাতে স্পষ্ট উল্লেখ আছে আপাতত পদটি শূন্য থাকবে। যতদিন না আমার মক্কেলের (জায়েদ খান) করা রুলের নিষ্পত্তি হবে। কিন্তু তার আগেই নিপুণ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা আদালত অবমাননার শামিল।
আইনজীবী মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘আমরা মনে করেছি, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত যে স্থিতিবস্থা জারি করেছিলেন, নিপুন আক্তার সে আদেশ ভঙ্গ করেছেন।
তিনি গত ১৫ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এসে যেভাবে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল।
জায়েদ খান বলেন, ‘মহামান্য আদালত সর্বশেষ আদেশে বলেছেন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পদটি ফাঁকা থাকবে। আর রুলের শুনানি তো হবে আগামী ২২ ফেব্রুয়ারি। তার পর নিষ্পত্তির বিষয় আসবে। তার আগেই নিপুণ বাইরে থেকে লোক এনে পেশি শক্তির জোরে এগুলো করছেন। বিষয়টি অনেকটা চর দখলের মতো দেখাচ্ছে। আমি লজ্জায় বাইরে বের হতে পারি না।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
বিএনএ/ রিপন রহমান খাঁন, ওজি