24 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারীসহ দুজন নিহত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর মহাসড়কের আউটগেটের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

নিহতরা হলেন পাঠাওচালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও মোটরসাইকেল আরোহী কাজল আক্তার (৩৫)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ