16 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনা সংক্রমণ ১১ কোটি ছাড়াল

বিশ্বে করোনা সংক্রমণ ১১ কোটি ছাড়াল

করোনা

বিশ্ব ডেস্ক, ঢাক: বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি জোরদারের মধ্যেই করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ১১ কোটি ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ হাজারের মতো। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২৪ লাখ সাড়ে ২৯ হাজারের বেশি।

সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী থাকলেও গত ২৪ ঘণ্টায় দু’টিই কিছুটা বেড়েছে। এই সময়ে ৩ লাখ ৪২ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মারা গেছে আরও ৯ হাজার ৭৭৭ জন।

এদিকে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় ৫ লাখে দাঁড়িয়েছে।

নতুন করে প্রায় ৬৩ হাজার রোগী শনাক্তে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ প্রায় ২ কোটি ৮৩ লাখ ৮১ দাঁড়িয়েছে। আরও ১ হাজার ৭৮৭ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জনে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ