17 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » নিজেদের মাঠে বার্সার লজ্জাজনক হার

নিজেদের মাঠে বার্সার লজ্জাজনক হার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে লজ্জাজনক হারল বার্সেলোনা। শেষ আটে ওঠার লড়াইয়ে পিএসজির কাছে ৪-১ গোলে হেরেছে লিওনেল মেসির দল। এই হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবার শঙ্কায় পড়লো বার্সা।

মঙ্গলবার রাতে খেলার প্রথম গোলটি করে বার্সেলোনা। ২৭তম মিনিটে মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। পাল্টা আক্রমণে ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ং পেছন থেকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে মেসির এটি চতুর্থ গোল। চারটিই পেনাল্টি থেকে।

খেলার ৩২ মিনিটে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে গোল করে দলকে সমতায় ফেরান। ডি-বক্সে মার্কো ভেরাত্তির দারুণ পাস ধরে ক্লেমোঁ লংলেকে কাটিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে টের স্টেগেনকে পরাস্ত করেন এমবাপে। প্রথমার্ধেরর খেলা ১-১ গোলে শেষ হয়।

বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ফরাসি ফরোয়ার্ড। ৬৫তম এব ৮৫তম মিনিটে আরও দুটি গোল করেন তিনি।

তার ৭০তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এভারটন থেকে ধারে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেওয়া মইস কিন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ