36 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সেরা চারে রাজশাহী

সেরা চারে রাজশাহী


বিএনএ ক্রীড়া ডেস্ক :বিপিএলের ২৩তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এ নিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় পেল রাজশাহী।ফলে চার নম্বরে উঠে এসেছে রাজশাহী।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ১১৯ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে সিলেট। ফলে ৬৫ রানের বড় জয় পায় রাজশাহী ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস ও জিসান আলমের ব্যাটে শুরুটা ভালো হয় রাজশাহীর। তাদের ১৯ বলে ২৯ রানের জুটিটি ভেঙে দেন নাহিদুল ইসলাম। ১৪ বলে ১৯ রান করে ফেরেন হারিস। আরেক ওপেনার জিসানকেও ফেরান একই বোলার। ১৮ বলে ২০ রান করেন জিসান। তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন আনামুল হক বিজয় ও রায়ান বার্ল।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  প্রথম ওভারে পল স্টার্লিংকে হারায় সিলেট। এক ওভার পরে বিদায় নেন রনি তালুকদারও। এই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন জর্জ মুন্সে ও জাকির হাসান। ঝড়ো ব্যাট করতে থাকা জাকির ২৮ বলে ৩৯ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর উইকেট হারান মুন্সেও। তার ব্যাট থেকে আসে ২০ রান।

বাকি সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। মাঝে জাকের আলি এসে ২০ বলে ৩১ রান করেন। এতে অবশ্য লাভ হয়নি। হেরে তলানিতেই থাকতে হয় সিলেটের।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ