28 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » টানা দ্বিতীয় বছরে কমলো চীনের জনসংখ্যা

টানা দ্বিতীয় বছরে কমলো চীনের জনসংখ্যা


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের জনসংখ্যা আবার কমলো। এই নিয়ে লাগাতার দ্বিতীয় বছরেও চীনের জনসংখ্যা কমার প্রবণতা অক্ষুণ্ণ থাকলো।

এবার ২০ লাখেরও বেশি কমেছে চীনের জনসংখ্যা। জন্মহার কম হওয়া এবং করোনাভাইরাসে মৃত্যুর কারণে জনসংখ্যা কমেছে বলে জানানো হয়েছে।

পাশাপাশি চীন দাবি করেছে, তাদের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ।

চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ।

বেইজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল, তার তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম।

২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ছয় দশমিক ৩৯।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ