বিএনএ,চবিঃ প্রবীণদের বিদায় এবং নবীনদের বরণসহ বার্ষিক কার্যবিবরণী তুলে ধরার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরের জিইসি মোড়ের হোটেল জামান এন্ড রেস্টুরেন্টে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক রাশেদ মোস্তফা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এটি সমাজের বাস্তবতা তুলে ধরার অন্যতম মাধ্যম। আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এটিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, চবিসাস আমাদের ঐতিহ্য। আমরা দীর্ঘ একটি বছর কর্মমূখর সময় পার করেছি। সমিতির সভাপতি হিসেবে অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে। সর্বোপরি চবিসাস আগামীর পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রবীনদের বিদায় দেওয়ার পাশাপাশি নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তিনটি ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ড. শহিদুল হক, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, চবিসাসের সাবেক সভাপতি হামিদ উল্লাহ, সাধারণ সম্পাদক সবুর শুভ উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনএ/ সুমন, এমএফ