21 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাই নাগরিক কমিটির চেয়ারম্যান আফছার,মহাসচিব নয়ন

মিরসরাই নাগরিক কমিটির চেয়ারম্যান আফছার,মহাসচিব নয়ন

মিরসরাই নাগরিক কমিটির চেয়ারম্যান আফছার,মহাসচিব নয়ন

বিএনএ,মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলা নাগরিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০ সদস্যের আংশিক নাগরিক কমিটি ঘোষণা করা হয়। এতে তিন বছর মেয়াদের এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক নুরুল আফছার ও উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক কালের কন্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু। সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনা ও অধ্যাপক ডা. জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিষয়ভিত্তিক কমিটির প্রধান মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্যরা হলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ্দৌলা (কো-চেয়ারম্যান), বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন (কো-চেয়ারম্যান), মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন (কো-চেয়ারম্যান), মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী (কো-চেয়ারম্যান), মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর (কো-চেয়ারম্যান) ও মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন (কো-চেয়ারম্যান)। যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ্ দিদার, মিরসরাই পৌর আওয়ামী লীগের সদস্য মোরশেদ হোসেন, দৈনিক যুগান্তরের মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, দৈনিক আজকের পত্রিকার মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, নিজামপুর সরকারি কলেজের প্রভাষক স্বাগতম বড়–য়া, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর ও দুর্বার প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফুদ্দীন।

এছাড়া উপদেষ্টা পরিষদ, নির্বাহী সদস্য এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করবেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। মিরসরাই উপজেলা নাগরিক কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার জানান, আগামী দু’একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ কমিটির প্রথম কাজ হবে সদ্য প্রয়াত মিরসরাই উপজেলা পর্যায়ের সাংবাদিকতার বাতিঘরখ্যাত মরহুম নিজাম উদ্দিনের স্মরণসভা আয়োজন করা এবং একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা।

বিএনএ/আশরাফ ,এফএ

Loading


শিরোনাম বিএনএ