22 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বয়স ৫০ হলেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

বয়স ৫০ হলেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের অনুষ্ঠানসহ সব জনসমাগম বন্ধ রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা: এখন থেকে ৫০ বছর বয়সীরাও করোনা টিকার বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার(১৭ জানুয়ারী)  দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

জাহিদ মালেক আরও বলেন, আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনো প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।

তিনি বলেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে। কিন্তু সংক্রমণের ঝুঁকি কমে না। এ বিষয়টি মনে রাখতে হবে। এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দিয়েছি। আমাদের টিকা যা হাতে আছে এবং যা পাবো তাতে আমাদের জনগণের যতো টিকা প্রয়োজন তার চেয়ে বেশিই আছে।

মন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন রকমের মেলা হয়, রাজনৈতিক প্রোগ্রাম হয়। এখানেও লক্ষ্য করেছি কোনো রকমের মাস্কের ব্যবহার নাই। খুব স্বল্প সংখ্যক মানুষ মাস্ক পরেন। সেটা কিন্তু তারা নিজেদের নিজেরা ঝুঁকিতে ফেলছে। মাস্ক পরলে সংক্রমিত হয় না এটা প্রমাণিত।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ