16 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সুস্পষ্ট নীতিমালায় হকার্সদের পূনর্বাসন করা হবে : রেজাউল

সুস্পষ্ট নীতিমালায় হকার্সদের পূনর্বাসন করা হবে : রেজাউল

সুস্পষ্ট নীতিমালায় হকার্সদের পূনর্বাসন করা হবে : রেজাউল

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ফুটপাতে যারা ব্যবসা করে জীবিকা চালায় তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সকলের সমম্বয়ে প্রনয়ন করবে সিটি কর্পোরেশন। যাতে হকাররা ব্যাবসা কার্য চালাতে পারে এবং জনসাধারনের চলাচলেও বিঘ্ন না ঘটে।

রোববার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার মার্কেট এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এছাড়া রেজাউল করিম চৌধুরীকে সমর্থন জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি।

রেজাউল করিম চৌধুরী বলেন, গণমানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনৈতিক অংগীকার। মেয়র নির্বাচিত হয়ে আমি ক্ষুদ্র ব্যবসাযীদের কল্যাণে বিশেষ প্রকল্প চালু করতে উদ্যোগ নেব।

তিনি বলেন, একটি আধুনিক, মানবিক, ব্যবসা বান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। এই কাজ পাগল মানুষ নগরবাসীকে নিয়ে এই শহরকে গড়তে চায়। যাতে করে ব্যবসায়ীরা নিরাপদ, যানজটমুক্ত ব্যবসায় পরিচালনা করতে পারে।
সুস্পষ্ট নীতিমালায় হকার্সদের পূনর্বাসন করা হবে : রেজাউল

সভায় হকার্স নেতৃবৃন্দ বলেন, যে ব্যাক্তি দেশমাতৃকার জন্য পারিবারিক জৌলুস ও আয়েশ আমোদ ছেড়ে জীবনের মায়া ভুলে সশস্ত্র হানাদারের বিরুদ্ধে বুক চেতিয়ে যুদ্ধ করতে পারে তার উপর আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশাকে সম্মান জানিয়েছেন।

কারণ যিনি বীর, যিনি ত্যাগী, যিনি আদর্শে অবিচল সেই রেজাউল করিমের হাতে সর্বস্তর ও শ্রেণী পেশার মানুষের কল্যাণ নিহিত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নৌকার বিজয়ের জন্য মাঠে আছি এবং আগামী ২৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখব।

সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, মোতালেব চৌধুরী, প্রবীর দাশ তপু, শওকত হোসেন, নুরুল আকবর, নুরুল করিম, কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ, শওকত হোসেন মুন্না, নাছির উদ্দিন, রফিকুল মন্নান জুয়েল, সজীব তালুকদার, নুরুল আলম লেদু, মো. কামাল হোসেন, খন্দকার মো. দেলোয়ার, আলমগীর, জহির উদ্দিন প্রমুখ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ