24 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা

চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা

চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  (সিএমপি) লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার বলেন, ‘চট্টগ্রামের ভেন্যুতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ান ডে ম্যাচটি হবে। আগামী ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল চট্টগ্রামে আসবেন। এ উপলক্ষে আমরা একটি সমন্বয় সভা করেছি। সেখানে সকল সংস্থার সদস্যরা ছিলেন। বর্তমান পরিস্থিতিতে দুটি বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। একটি হচ্ছে কোভিড পরিস্থিতি, আরেকটি হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন।সব মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমরা আশা রাখছি সাফল্যের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করতে পারবো।

তিনি আরও বলেন, করোনার কারণে দর্শক মাঠে থাকবে না। যারা দলে থাকবেন তাদের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিন, করোনা টেস্ট করানো হবে। ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা নেওয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। পুলিশ, র‌্যাব এবং অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করবেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিসিবি, ফায়ার সার্ভিস, র‍্যাব, এপিবিএব, এনএসআই, ডিজিএফআই, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলা ইত্যাদি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কঠোরভাবে মানা হবে কোভিড প্রোটোকল। ওয়েস্ট ইন্ডিজ দলসহ বাংলাদেশের দুই কোচিং স্টাফের তিনদিনের ব্যবধানে দুই কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ আসলেই, তারা অনুশীলনে যোগ দিতে পারছেন। কিন্তু এরই মধ্যে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় কোভিড পরীক্ষায় পজিটিভ আসে তাঁর। এই হেইডেন ওয়ালশের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল। সফরে আসার আগে করোনা পজিটিভ হয়েছিলেন ওয়ানডে দলে ডাক পাওয়া রোমারিও শেফার্ড। তাঁর বদলি হিসেবে সুযোগ পান কিওন হার্ডিং।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু