24 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পরকীয়া,অতঃপর নার্সের আত্মহত্যা

পরকীয়া,অতঃপর নার্সের আত্মহত্যা

রাজধানীতে বাসায় গলায় ফাঁস দিয়ে খেলোয়াড়ের আত্নহ্ত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং হোস্টেলে লাইজু আক্তার (২৭) নামে এক সিনিয়র স্টাফ নার্স গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।শনিবার(১৬ জানুয়ারী) রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে ।

স্বামী তার পরকীয়ার ঘটনাটি জানতে পারায় এ ঘটনাটি ঘটায়। তিনি ওই হাসপাতালের শিশু সার্জারির পাঁচ নম্বর ওয়ার্ডে ডিউটি করতেন।লাইজু টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিঙেরবাড়ি গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তার স্বামী সুজন পারভেজ রাজধানীর মিরপুর শেওড়া পাড়ায় থাকেন। সেখানে তিনি ব্যবসা করেন।

রোববার(১৭ জানুয়ারী) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মাহবুবুর রহমান জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে হাসপাতাল কৃর্তপক্ষে মাধ্যমে খবর পেয়ে বিএসএমএমইউয়ের নার্সিং হোস্টেল থেকে লাইজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাইজুর সঙ্গে তানভীর নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে তার পরিবার ও স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার ।এমনকি গত এক মাস ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল না তার। এর জের ধরেই তিনি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত লাইজুর ভাই জহুরুল ইসলাম জানান, গত পাঁচ বছর আগে একই এলাকার সুজনের সঙ্গে লাইজুর বিয়ে হয়। তাদের সংসারে লাবিব নামে দুই বছরী একটি ছেলে সন্তান রয়েছে। সে টাঙ্গাইলে তার দাদির কাছে থাকেন। লাইজু হোস্টেলে থেকে চাকরি করতেন।

তিনি জানান, বিএসএমএমইউয়ের তৃতীয় শ্রেণির কর্মকর্তা তানভীর নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক হয়। তানভীরের বাড়ি টাঙ্গাইলে। বিষয়টি জানা জানি হলে তানভীরকে বাসায় ডেকে এনে সর্তক করা হয়। এ বিষয় নিয়ে লাইজু স্বামীর সঙ্গে গত একমাস ধরে যোগাযোগ করেননি। শনিবার রাতে খবর পাই লাইজু আত্মহত্যা করেছে

বিএনএ/আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ