24 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চলে গেলেন ইয়াফেস ওসমানের স্ত্রী বুলাহ আহম্মেদ

চলে গেলেন ইয়াফেস ওসমানের স্ত্রী বুলাহ আহম্মেদ

চলে গেলেন ইয়াফেস ওসমানের স্ত্রী বুলাহ আহম্মেদ

বিএনএ, ঢাকা : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বুলাহ আহম্মেদ আর নেই। চলে গেছেন আমাদের ছেড়ে না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ জানুয়ারি) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রোাগ্রাম অফিসার মো. মুজিবুর রহমান তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুলাহ আহম্মেদ প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ।

বুলাহ আহম্মেদের মৃত্যু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বুলাহ আহম্মেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ