25 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফুটবল ছাড়তে চেয়েছিলেন নেইমার

ফুটবল ছাড়তে চেয়েছিলেন নেইমার

নেইমার

স্পোর্টস ডেস্ক: ফুটবল ক্যারিয়ার সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য দিলেন নেইমার। এক সাক্ষাৎকারে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাবি করেছেন, তিনি খেলায় সব সময় সুখী ছিলেন না।

ক্যারিয়ারের এক পর্যায়ে ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।

‘এক সময় আমি নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি ফুটবল চালিয়ে যাব’,- ম্যাগাজিন গ্যাফারকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বলেছেন নেইমার।

২৮ বছর বয়সী তারকা আরো বলেন, ‘একদিন বাড়ি ফিরে ভাবতে শুরু করি, আজ আমি যেখানে, সেখানে পৌঁছানোর জন্য যা কিছু করেছি সে সব নিয়ে। ফুটবলের প্রতি আমার আবেগ আমাকে শান্ত করে এবং আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।’

বার্সেলোনার সাবেক তারকা স্বীকার করেছেন এই চাপ তাকে খুব বেশি প্রভাবিত করেনি, ‘আমি এমন একজন যে কিনা চাপ খুব সহজে সামলে নিতে পারি এবং এ কারণেই আমি ব্রাজিল ও পিএসজির নম্বর ১০ নম্বর। ব্রাজিল ও পিএসজির প্রতিনিধিত্ব করতে পারি আমি খুবই কৃতজ্ঞ। আমি জানি, যতবার খেলি আমাকে শত ভাগ দিতে হবে। কারণ সবাই আমার কাছে এটাই প্রত্যাশা করে।’

দুদিন আগেই নেইমারের ক্যারিয়ারে যোগ হয়েছে আরো একটি শিরোপা।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ