বিএনএ, চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের (পিএমই) আয়োজনে পেট্রোলিয়াম তেল ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় পিএমই বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান আবু সাদাত মোহাম্মদ সায়েম। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.কাজী আফজালুর রহমান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত। কর্মশালায় তেল ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপক মাঞ্জারি খুরশেদ আলম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস রয়েছে যা আমাদের অনুসন্ধান করতে হবে। সমগ্র পৃথিবীজুড়ে গ্যাস অনুসন্ধানে সফলতার সম্ভাব্য হার ২০ শতাংশ হলেও বাংলাদেশে সেই সম্ভাবনা প্রায় ৩৩ শতাংশ। কিন্তু আমরা তা অনুসন্ধান করে ব্যবহার করতে পারছি না। বরং বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীল হয়ে আছি। আমাদের নিজস্ব অনেক খনিজ সম্পদগুলো অন্বেষণের মাধ্যমে আমাদের কাজে লাগাতে হবে। তাই এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ রয়েছে। তাদেরকে জ্বালানি ও খনিজ বিষয়ে গবেষণা ও অধ্যয়নের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, উন্নত বিশ্বে শিল্প কারখানা ও একাডেমিশিয়ানরা একসাথে কাজ করে দেশের কল্যাণে অবদান রাখেন। শিক্ষার্থীদের সাথে শিল্প কারখানার সংযোগ তৈরী করতে, শিল্প কারখানার অভিজ্ঞ প্রকৌশলীদের অভিজ্ঞতা ও জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে আমরা এ কর্মশালার আয়োজন করেছি। আশা করছি, এরকম কর্মশালার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং এসব জ্ঞান কাজে লাগিয়ে দেশের কল্যাণে অবদান রাখবে।
বিএনএনিউজ/ইয়াসির/ এইচ.এম।