ঢাকা : চট্টগ্রাম-১৫ আসন(সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা)এর সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভী রাজধানী ঢাকায় আটক হয়েছেন।
রোববার(১৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নদভী ২০১৪ ও ২০১৮ সালে ওই আসন হতে এমপি নির্বাচিত হন।
সর্বশেষ জাতীয় নির্বাচনে (২০২৪ সাল) ড. আবু রেজা মুহাম্মদ নদভী নৌকা প্রতীক নিয়েও দলের বিদ্রোহী প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেবের কাছে হেরে যান। মোতালেব বেকারি খাদ্য তৈরি প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং এর মালিক। বর্তমানে আবদুল মোতালেবও আত্মগোপনে রয়েছেন।
বিএনএনিউজ২৪,এসজিএন