23 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম টেস্টে ফলোঅনে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ফলোঅনে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট

স্পোর্টস ডেস্ক: দুই উইকেট হাতে নিয়ে ফলোঅন এড়াতে প্রয়োজন ছিল ৭১ রান। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে এমন কঠিন সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। আজ প্রায় ১২ ওভার ব্যাট করে স্বাগতিকরা তুলছে ১৭ রান। ফলে প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের পর বাংলাদেশের প্রথম ইনিংস থামে ১৫০ রানে।

ফলোঅন পড়লেও আবার ব্যাট করতে হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানে দলকে। চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়ার ঝামেলা এড়াতে ২৫৪ রানের লিড নিয়ে সফরকারী ব্যাটিংয়ে নামবে।

মেহেদী হাসান মিরাজ ১৬ ও ইবাদত হোসেন ১৩ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেন। তবে দিনের চতুর্থ ওভারে রিস্ট স্পিনার কুলদীপ যাদবের শিকারে পরিণত হন এবাদত। ১৭ রানে থাকা এই ডানহাতিকে ফিরিয়ে পাঁচ উইকেটের স্বাদ পান কুলদীপ।

শেষ উইকেট জুটিতে খালেদ আহমেদকে নিয়ে চেষ্টা করলেও ফলোঅন এড়াতে পারেননি শেষ ব্যাটসম্যান হিসেবে ২৫ রানে আউট হওয়া মিরাজ। বাংলাদেশের হয়ে কোনো ব্যাটসম্যানই ত্রিশ রানের গণ্ডি টপকাতে পারেননি। ইনিংস সর্বোচ্চ রান ২৮, মুশফিকুর রহিমের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ