16 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » জ্যোতি ইউ সি এল সি র মহান বিজয় দিবস উদযাপন ২০২১

জ্যোতি ইউ সি এল সি র মহান বিজয় দিবস উদযাপন ২০২১

জ্যোতি ইউ সি এল সি

ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত কাপ- আপ প্রকল্পের মিরপুর ফিল্ড অফিস এর জ্যোতি ইউ সি এল সি তে মহান বিজয় দিবস উদযাপন এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নৃত্য পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতি ইউ সি এল সি র সভাপতি জনাব ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক রোমানা আবেদীন, স্থানীয় শিল্পপতি জনাব মোঃ জামালউদ্দিন সাহেব,ও অন্যান্য সদস্য বৃন্দ, আরও উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি কাপ – আপ প্রকল্পের মিরপুর ফিল্ড অফিস এর ফিল্ড ম্যানেজার কাজী ইউনুচুর রহমান, মাস্টার ট্রেনার লুৎফুন্নাহার, টেকনিক্যাল অফিসার ফারিয়া তাসমিন শিফা, সুপারভাইজার সুফিয়া আক্তার ও জ্যোতি ইউ সি এল সি র শিক্ষিক ও শিক্ষার্থী বৃন্দ। বিজয় দিবস উদযাপনের ফলে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে।


রক্তঝরা সংগ্রামের পথ বেয়ে এসেছিল স্বাধীনতা, মুক্ত আকাশে উড়েছিল লাল-সবুজের ঝাণ্ডা; সেই বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে সমৃদ্ধ আগামীর স্বপ্নে চোখ রাখা বাংলাদেশ আবারও জানাল- এ জাতিকে দাবিয়ে রাখা যাবে না।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে হানাদারের আক্রমণের পর বঙ্গবন্ধুই দেন স্বাধীনতার ডাক, শুরু হয় মুক্তিযুদ্ধ। তা সফল পরিণতি পায় নয় মাস পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে।

১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী। ১৬ ডিসেম্বর বাঙালির জাতিরাষ্ট্র গঠনের জন্মযুদ্ধে জয়ের দিন।

বিশ্বের হাতেগোনা যে কটি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার একটি বাংলাদেশ।

Loading


শিরোনাম বিএনএ