25 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় আহত নায়ক রুবেল

সড়ক দুর্ঘটনায় আহত নায়ক রুবেল


বিএনএ,  মাদারীপুর  : চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রুবেলকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম বলেন, সমাদ্দার এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ৯৯৯-এ আসা কলের মাধ্যমে জানতে পারি। তবে দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত হয়েছেন কিনা তা বলতে পারছি না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ