25 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আগুনে পুড়ল বেকারি ও ওয়ার্কশপ

চট্টগ্রামে আগুনে পুড়ল বেকারি ও ওয়ার্কশপ


বিএনএ , চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে অগ্নিকাণ্ডে একটি বেকারি ও একটি গাড়ির ওয়ার্কশপ পুড়ে গেছে।রাত ১টার দিকে বেকারিতে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।শুক্রবার (১৫ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া ওয়ার্ডের লোহারপোল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আধাঘন্টার মধ্যেই আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন অগ্নি নির্বাপক দলের কর্মীরা।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বেকারি ও ওয়ার্কশপ পুরোটাই পুড়ে গেছে।

আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমকে  জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ