24 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শার্শায় গাঁজা উদ্ধার, দুই কারবারি আটক

শার্শায় গাঁজা উদ্ধার, দুই কারবারি আটক

শার্শায় গাঁজা উদ্ধার, দুই কারবারি আটক

বিএনএ, যশোর: যশোরের শার্শায় সম্প্রতি ১৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারের পর এবার ২৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০ টার সময় তাদের দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মো. আলম শেখ (৩৮) ও মানিকিয়া গ্রামের মো. সাজেদ আলীর ছেলে মো. লালটু মোড়ল (৩৫)।

পুলিশ জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা শার্শা সীমান্ত দিয়ে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ঐ দুইজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন: নির্বাচনের প্রজ্ঞাপন জারি করল ইসি

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, বাকি পলাতক দুই আসামিকে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/ সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ