19 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ১ টার দিকে ময়মননিংহ-শেরপুর সড়কে তারাকাকান্দা দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুলপুরগামী একটি মোটরসাইকেল তারাকান্দা দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই জন মারা যায়।

আরও পড়ুন: অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ