25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আল শিফা হাসপাতাল থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার

আল শিফা হাসপাতাল থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতাল থেকে অভিযান শেষে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে।
বৃহস্পতিবার(১৬ নভেম্বর)সকালে মিডিয়াগুলোর খবরে বলা হয়, হাসপাতালের বাইরে গোলাগুলি চলছে। ট্যাঙ্ক নিয়ে সৈন্যরা পাহারায় রয়েছে। এতে ভীতসন্ত্রস্থ কয়েক হাজার ডাক্তার,চিকিৎসা কর্মী, রোগী ও রোগীর স্বজনরা চরম আতঙ্কে রয়েছে।তারওপর হাসপাতালটিতে চলছে জ্বালানী, চিকিৎসা সরঞ্জাম ও রোগীর খাদ্য সংকট। গাজা-ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর হতে হাসপাতালটির ময়দার মিলের ২টি ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার ভোরে ভারী অস্ত্রসস্ত্র নিয়ে হাসপাতালটিতে ইসরায়েলি সৈন্যরা প্রবেশ করে ১৬ বছরের বেশি বয়সীদের উপরে দু হাত তুলে আত্মসমর্পন করার আহবান জানায়। তারা হাসপাতালের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা ব্যাপক তল্লাশী চালালেও হামাসের কোন সদস্য বা অস্ত্রশস্ত্র সেখানে পায় নি।

বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতাল থেকে সৈন্যরা ধীরে ধীরে চলে যেতে থাকে।

হামাসের সদস্যরা বিপুল অস্ত্র নিয়ে হাসপাতালটিতে অবস্থান করছে এমন এক মিথ্যা তথ্যের ওপর অভিযান চালিয়েছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কয়েকশত সৈন্য।

বিএনএনিউজ২৪,গাজা-ইসরায়েল যুদ্ধ, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ