17 C
আবহাওয়া
৬:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » মাসুদ বিন মোমেন-এর চাকরির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি

মাসুদ বিন মোমেন-এর চাকরির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি

মাসুদ বিন মোমেন-এর চাকরির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি

বিএনএ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে মাসুদ বিন মোমেন-এর চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়েছে। চুক্তিভিত্তিক একই পদে তাকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে তাবে নিয়োগ দেয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ