19 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

ধামরাইয়ে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

ধামরাইয়ে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

বিএনএ, সাভার: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ফিতা কেটে উদ্ধোধন করা হয়েছে।পরে একটি আনন্দ র‌্যালি নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভা করেন।

বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের চত্বরে এই ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। মেলায় সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠান মিলে ৩৮টি ষ্টল অংশ গ্রহণ করেছে।
ধামরাইয়ে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, ওসি (অপারেশন) নির্মল কুমার দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ