26 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইল-৭ এমপি একাব্বর হোসেন আর নেই

টাঙ্গাইল-৭ এমপি একাব্বর হোসেন আর নেই

টাঙ্গাইল-৭ এমপি একাব্বর হোসেন

টাঙ্গাইল:  টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৬নভেম্বর) দুপুরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাব্বর হোসেন এমপি মৃত্যুবরণ করেন।

তার ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত গণমাধ্যমকে জানান,  তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থজনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আগামীকাল বুধবার বাদ জোহর মির্জাপুর হাই স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম একাব্বর হোসেন ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ