17 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

গাজীপুরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা; মরদেহ পুকুরে নিক্ষেপ

বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার। গ্রেফতার হওয়া আবু হানিফ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ছোট আলমপুর গ্রামের জাফর আলীর ছেলে।

তিনি জানান, ভুক্তভোগী পোশাক শ্রমিক গত ১৪ নভেম্বর রাত ১২টার দিকে কারখানা ছুটির পর আরিচপুরে ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময়ে স্থানীয় শহীদ স্মৃতি স্কুলের সামনে থেকে অভিযুক্ত হানিফসহ তার সহযোগিরা মিলে তাকে জোরপূর্বক পূর্ব আরিচপুর এলাকার সিরাজ শিকদারের বাড়ির একটি কক্ষে নিয়ে যায়।

সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে।পরে এ বিষয়ে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ করলে আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত হানিফকে গ্রেফতার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/রুকন/আমিন

Loading


শিরোনাম বিএনএ