20 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ৩৫ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

ময়মনসিংহে ৩৫ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

ময়মনসিংহে ৩৫ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৫ লাখ টাকা মূল্যের ২১৫ বস্তা জিরা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ৯টায় পৌর শহরের বেপাড়ীপাড়া শেষ মোড়স্থ কাদিরের বাসায় টাস্কফোর্স অভিযান চালায় ময়মনসিংহ র‌্যাব-১৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে ভারতীয় জিরা বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।

উল্লেখ্য, ময়মসিংহ র‌্যাব-১৪-এর সার্জেন্ট আবুল কাশেম ওয়াদুদ মাস্টার, সিরাজুল, জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীসহ তিন থেকে চারজন অজ্ঞাতনামা আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ