27 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক অভিযানে আট ছিনতাইকারী আটক

রাজধানীতে পৃথক অভিযানে আট ছিনতাইকারী আটক

রাজধানীতে পৃথক অভিযানে আট ছিনতাইকারী আটক

বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পৃথক অভিযানে র‌্যাব ও ডিবি পুলিশ আট ছিনতাইকারীকে আটক করেছে। এর মধ্যে রোববার (১৫ অক্টোবর) রাতে শ্যামপুর ধোলাইপাড় এলাকা থেকে পিস্তল ও কার্তুজসহ ৪ জনকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, শর্টগানের ১৩ রাউন্ড কার্তুজ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. বাবু শেখ, দেলোয়ার হোসেন, মো. মামুন ও রুহুল আমিন।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ অস্ত্রধারী গ্রুপ বেশ কিছু অস্ত্র-গুলিসহ প্রাইভেটকারযোগে মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ নির্দিষ্ট রাস্তায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। এসময় অস্ত্রসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়। আটকরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা হয়েছে।

এর আগে একইদিন রোববার চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলেন- মো. রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪), ও মো. মনির (২৭)। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু জব্দ করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০’র অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

আরও পড়ুন: অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে: কাদের

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ