18 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ভাসানচরে যাচ্ছেন আরও ৯৫০ রোহিঙ্গা

ভাসানচরে যাচ্ছেন আরও ৯৫০ রোহিঙ্গা

ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

বিএনএ, কক্সবাাজর : প্রায় দেড় মাস পর আবার ভাসানচরে রোহিঙ্গা পাঠানো শুরু হয়েছে। ১৭তম দফায় রবিবার (১৬ অক্টোবর) পাঁচটি বাসে ৫০০ রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। একই দিনগত রাতে আরও ৪৫০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা হওয়ার কথা রয়েছে।

নৌবাহিনীর জাহাজযোগে সোমবার (১৭ অক্টোবর) সকালে এসব রোহিঙ্গা ভাসানচরে পৌঁছাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি বলেন, ‘প্রায় দেড় মাস পর কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে ৯৫০ রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। ইতোমধ্যে ৫০০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া থেকে চট্টগ্রামে রওনা হয়েছেন। বাকিরা রাতেই রওনা হবেন।’

এর আগে, ২০২০ সালের ডিসেম্বর থেকে ১৬ দফায় প্রায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে পাঠায় সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ