বিএনএ, নেত্রকোনা : নেত্রকোণা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০৭ পিস ইয়াবা জব্দ ও দুই ব্যক্তিকে আটক করেছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ তিন হাজার পাঁচ শত টাকা।
রোববার (১৬ অক্টোবর) দুপুরের দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মনির উদ্দিন লোহাগড়া থানার সারাঙ্গাচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। রাসেলের বাড়ি সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামে।
জানা যায়, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধান ও ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা পৌরসভা এলাকার রাজুর বাজারে আসা-যাওয়া বিভিন্ন ব্যক্তিকে তল্লাশি চালান।
এক পর্যায়ে তারা সন্দেহজনকভাবে মনির উদ্দিন (২৭) ও রাসেল (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করেন। তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৪০৭ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়। এ ব্যাপারে মডেল থানায় মাদক দ্রব্য আইনে ১৬ অক্টোবর মামলা হয়েছে।
বিএনএ/ফেরদৌস আহামেদ বাবুল, এমএফ