স্পোর্টস ডেস্ক: ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’ অনুষ্ঠান দিয়ে শনিবার মেলবোর্নের রিজেন্ট থিয়েটার প্লাজার বলরুমে এক ফ্রেমে বন্দি হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সব অধিনায়ক। সেই আলো ঝলমলে আয়োজনের পর দিনই পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। ইতোমধ্যে গিলংয়ের কার্দিনিয়া পার্কে শুরু হয়েছে প্রথম পর্বের খেলা। টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
সাতটি ভেন্যুতে ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের এ মেগা আসর। একটি শিরোপার জন্য লড়াইয়ে ব্যস্ত থাকবে ১৬ দেশ। ১৩ নভেম্বর মেলবোর্নের এমসিজিতে গিয়ে থামবে সে লড়াই।
তার আগে জেনে নিই বিশ্বকাপের প্রতিদিন কখন, কে কার মুখোমুখি হবে। দেখে নিই বাংলাদেশের সময় অনুযায়ী দেখুন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি—
বিএনএনিউজ২৪/ এমএইচ