26 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েল আর কাতারে হামলা করবে না : ট্রাম্প

ইসরায়েল আর কাতারে হামলা করবে না : ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । কাতার হলো, হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, অনেকেই জানেন না, কাতার আমাদের কতটা ভালো বন্ধু। নেতানিয়াহু ভবিষ্যতে আর কাতারে হামলার নির্দেশ দিবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।’ তবে হয়তো হামাস নেতাদের পিছু নেবেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই রাষ্ট্রে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে পারেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, না, তারা জানায়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ার পর মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানিয়েছিল। ফলে ট্রাম্পের কাছে আপত্তি জানানোর সুযোগ ছিল না।

এদিকে, ইসরায়েলের হামলার পর দোহায় আরব ও ইসলামি দেশগুলোর জরুরি সম্মেলনে যোগ দেন প্রায় ৬০ দেশের প্রতিনিধি।

কিউএনএ প্রকাশিত সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে দোহায় ইসরায়েলের হামলার নিন্দা জানানো হয় ও কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। বৈঠকে নেতারা সতর্ক করে বলেন, কাতারে ইসরায়েলি হামলা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান।

বিএনএ/শাম্মী

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ