রাজধানীর ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে ডুবে মো. সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সিয়াম আজিমপুর ফয়জুল উলুম হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
তাকে ঢামেকে নিয়ে আসা ওই মাদারাসার এক শিক্ষক জানান, সোমবার ছুটি থাকায় সিয়াম বন্ধুদের সঙ্গে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সিয়াম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচালী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী